Jatobar Maa Dak Suni_(From"Sundar Bou")

3 views

Lyrics

যতবার মা ডাক শুনি
 বুক ভরে ওঠে ততবার
 দেখা তোর পেলাম বলে
 এ জীবন ধন্য হলো যে আমার
 যতবার মা ডাক শুনি
 বুক ভরে ওঠে ততবার
 দেখা তোর পেলাম বলে
 এ জীবন ধন্য হলো যে আমার
 মা, মাগো মা, মা, আমার মা
 মা, মাগো মা, মা, আমার মা
 ♪
 একদিকে যদি তোর হাসিটা থাকে
 সারাটা জগত থাকে অন্য দিকে
 একদিকে যদি তোর হাসিটা থাকে
 সারাটা জগত থাকে অন্য দিকে
 শুধু তোর হাসি ছাড়া চাইবো না আমি কিছু আর
 মা, মাগো মা, মা, আমার মা
 ♪
 যতই আড়াল দে না মায়ের চোখে
 মায়ের নয়ন তবু দেখবে তোকে
 যতই আড়াল দে না মায়ের চোখে
 মায়ের নয়ন তবু দেখবে তোকে
 যেখানে যাবি তুই, ছায়া পাবি মা'র মমতার
 মা, মাগো মা, মা, আমার মা
 যতবার মা ডাক শুনি
 বুক ভরে ওঠে ততবার
 দেখা তোর পেলাম বলে
 এ জীবন ধন্য হলো যে আমার
 মা, মাগো মা, মা, আমার মা
 মা, মাগো মা, মা, আমার মা
 

Audio Features

Song Details

Duration
03:14
Key
11
Tempo
113 BPM

Share

More Songs by Alka Yagnik

Albums by Alka Yagnik

Similar Songs