Bhalolaage Tomake

1 views

Lyrics

চল বলে ফেলি
 কত কথাকলি
 জন্মেছে বলতে তোমায়
 তোমাকে চাই
 ঝলসানো রাতের
 এ পোড়া বরাতে
 তুমি আমার অন্ধকার
 আর রোশনাই
 কার্নিশে আলতা মাখানো
 দিনেরা ঢলে পড়ে রাতে
 তারপরে রাত্রি জাগানো
 বাকি টা তোমারই তো হাতে
 জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
 থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
 তোমাকে পাই
 চল বলে ফেলি
 কত কথাকলি
 জন্মেছে বলতে তোমায়
 তোমাকে চাই
 ঝলসানো রাতের
 এ পোড়া বরাতে
 তুমি আমার অন্ধকার
 আর রোশনাই
 জানো কি?
 কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি
 মানো কি?
 কেন রাত্রি হয়ে নামতে বসেছি
 প্রতিদিন সবসময়
 দেখা দেখি হলে খুব ভালো হয়
 ক্ষতি নেই
 কাছে না বলে কয়েই চলে এলে
 দেখো সেই
 খুশি সাজাবো আমি হাজার ফুলে
 প্রতিদিন সবসময়
 দেখা দেখি হলে বড় ভালো হয়
 চল বলে ফেলি
 কত কথাকলি
 জন্মেছে বলতে তোমায়
 তোমাকে চাই
 ঝলসানো রাতের
 এ পোড়া বরাতে
 তুমি আমার অন্ধকার
 আর রোশনাই
 কার্নিশে আলতা মাখানো
 দিনেরা ঢলে পড়ে রাতে
 তারপরে রাত্রি জাগানো
 বাকি টা তোমারই তো হাতে
 জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
 থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
 তোমাকে পাই
 চল বলে ফেলি
 কত কথাকলি
 জন্মেছে বলতে তোমায়
 তোমাকে চাই
 ঝলসানো রাতের
 এ পোড়া বরাতে
 তুমি আমার অন্ধকার
 আর রোশনাই

Audio Features

Song Details

Duration
04:05
Key
2
Tempo
88 BPM

Share

More Songs by Arijit Singh

Albums by Arijit Singh

Similar Songs