Eka Ekla

1 views

Lyrics

একা একেলা মন
 চিনেছে মন কেমন
 চিনেছে মন কেমন
 কিনেছে মন কেমন
 একা একেলা মন
 চিনেছে মন কেমন
 চিনেছে মন কেমন
 কিনেছে মন কেমন
 ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ
 আনমনা মন কেমন
 মনমরা মন কেমন
 একা একেলা মন
 ♪
 ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়
 তুমি হেঁটে গেলে
 ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ
 তুমি আসবে বলে
 ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়
 তুমি হেঁটে গেলে
 ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ
 তুমি আসবে বলে
 হুম... মুখের আদলে কত কি যে বলে হারালে এখন
 আনমনা মন কেমন
 মনমরা মন কেমন
 একা একেলা মন
 ♪
 কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
 আরও কত কি যে
 ফিরে এসো কাছে, কথা জমে আছে
 হাজার বৃষ্টি ভিজে
 ও... কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
 আরও কত কি যে
 ফিরে এসো কাছে, কথা জমে আছে
 হাজার বৃষ্টি ভিজে
 আশেপাশে চলো, তবুও না বলো, হলো কি এমন?
 আনমনা মন কেমন
 মনমরা মন কেমন
 একা একেলা মন
 চিনেছে মন কেমন
 চিনেছে মন কেমন
 কিনেছে মন কেমন
 ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ
 আনমনা মন কেমন
 মনমরা মন কেমন
 একা একেলা মন
 

Audio Features

Song Details

Duration
05:23
Tempo
90 BPM

Share

More Songs by Arijit Singh

Albums by Arijit Singh

Similar Songs