Jodi Bolo

1 views

Lyrics

যদি বলো নদী হবো
 তারা হয়ে জ্বলে যাবো
 পাখি হয়ে ধরা দেবো
 বসে আছি
 যদি বলো নদী হবো
 তারা হয়ে জ্বলে যাবো
 পাখি হয়ে ধরা দেবো
 বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
 বোঝাতে, পড়াতে
 ভালো হয়, ভালো হয়
 মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে
 বোঝাতে, পড়াতে
 ভালো হয়, ভালো হয়
 মিশে আছি তোমাতে
 ♪
 ফিরে আসি যেতে যেতে
 তুমি যতবারই দূরে দূরে ঠেলে দিতে চাও
 আমি থাকবো দাঁড়িয়ে
 রেখো হাতটা বাড়িয়ে
 যদি বলো ছায়া হয়ে যেতে পারি
 এলোমেলো আলো জ্বেলে নিতে পারি
 যত ভালবাসা ঢেলে দিতে পারি
 বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
 বোঝাতে, পড়াতে
 ভালো হয়, ভালো হয়
 মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে
 বোঝাতে, পড়াতে
 ভালো হয়, ভালো হয়
 মিশে আছি তোমাতে
 ♪
 কেন যে মন কেমন তোমারি জন্যে হয়
 আবার এসো না পালিয়ে, এখনি
 যেটুকু মন খারাপ তোমারি জন্যে হয়
 আমার যেটুকু মন ভালো, তোমারি
 যদি বলো ছায়া হয়ে যেতে পারি
 এলোমেলো আলো জ্বেলে নিতে পারি
 যত ভালবাসা ঢেলে দিতে পারি
 বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
 বোঝাতে, পড়াতে
 ভালো হয়, ভালো হয়
 মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে
 বোঝাতে, পড়াতে
 ভালো হয়, ভালো হয়
 মিশে আছি তোমাতে
 

Audio Features

Song Details

Duration
04:32
Key
11
Tempo
112 BPM

Share

More Songs by Arijit Singh

Albums by Arijit Singh

Similar Songs