Jodi Bolo
1
views
Lyrics
যদি বলো নদী হবো তারা হয়ে জ্বলে যাবো পাখি হয়ে ধরা দেবো বসে আছি যদি বলো নদী হবো তারা হয়ে জ্বলে যাবো পাখি হয়ে ধরা দেবো বসে আছি তোমাকে জানাতে, শোনাতে বোঝাতে, পড়াতে ভালো হয়, ভালো হয় মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে বোঝাতে, পড়াতে ভালো হয়, ভালো হয় মিশে আছি তোমাতে ♪ ফিরে আসি যেতে যেতে তুমি যতবারই দূরে দূরে ঠেলে দিতে চাও আমি থাকবো দাঁড়িয়ে রেখো হাতটা বাড়িয়ে যদি বলো ছায়া হয়ে যেতে পারি এলোমেলো আলো জ্বেলে নিতে পারি যত ভালবাসা ঢেলে দিতে পারি বসে আছি তোমাকে জানাতে, শোনাতে বোঝাতে, পড়াতে ভালো হয়, ভালো হয় মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে বোঝাতে, পড়াতে ভালো হয়, ভালো হয় মিশে আছি তোমাতে ♪ কেন যে মন কেমন তোমারি জন্যে হয় আবার এসো না পালিয়ে, এখনি যেটুকু মন খারাপ তোমারি জন্যে হয় আমার যেটুকু মন ভালো, তোমারি যদি বলো ছায়া হয়ে যেতে পারি এলোমেলো আলো জ্বেলে নিতে পারি যত ভালবাসা ঢেলে দিতে পারি বসে আছি তোমাকে জানাতে, শোনাতে বোঝাতে, পড়াতে ভালো হয়, ভালো হয় মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে বোঝাতে, পড়াতে ভালো হয়, ভালো হয় মিশে আছি তোমাতে
Audio Features
Song Details
- Duration
- 04:32
- Key
- 11
- Tempo
- 112 BPM