Tomake Chai-Lofi
1
views
Lyrics
চলো বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই তোমাকে পাই চলো বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই জানো কি, কেন দিন-দুপুরে স্বপ্নে ভিজেছি মানো কি, কেন রাত্রি হয়ে নামতে বসেছি প্রতিদিন, সবসময় দেখাদেখি হলে খুব ভালো হয় ক্ষতি নেই, কাছে না বলে কয়েই চলে এলে দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে প্রতিদিন, সবসময় দেখাদেখি হলে বড় ভালো হয় ♪ চলো বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা ঢলে পড়ে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই তোমাকে পাই চলো বলে ফেলি কত কথাকলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই
Audio Features
Song Details
- Duration
- 04:16
- Key
- 3
- Tempo
- 77 BPM