Kamaler Swami

2 views

Lyrics

রাত্রির শেষ local train থামে
 ক্লান্ত শরীর আর হতাশা নামে
 রাত্রির শেষ local train থামে
 ক্লান্ত শরীর আর হতাশা নামে
 জানালায় জেগে ওঠে কমলার ওই মুখ
 নিঝুম station-এ যদি নামে আজ তার সুখ
 কমলার স্বামী ফেরেনি ঘরে
 কমলার স্বামী ফেরেনি ঘরে
 কমলার স্বামী ফেরেনি ঘরে
 প্রেম ছিল, প্রেম নেই, কত খেলা লুকোচুরি
 ঘুরছিলো ভ্রমরেরা, ফুটেছিলো মঞ্জরী
 আজও শ্রাবণের প্রথম বর্ষণে
 কেন জানি কেঁপে ওঠে কমলা মনে মনে
 কমলার স্বামী ফেরেনি ঘরে
 কমলার স্বামী ফেরেনি ঘরে
 কমলার স্বামী ফেরেনি ঘরে
 কলকাতা সমুদ্র, দিন-রাত মানুষের ঢেউ
 ডোবার আগে তার হাত ধরেনি কি কেউ
 কলকাতা প্লাবিত, আজ প্লাবনের শেষ দিন
 ভেসে যাওয়া খড়কুটো, ঘর বাঁধা বড়ো কঠিন
 ♪
 আমাদের কেউ কেউ ফেরেনি ঘরে
 আমাদের কেউ কেউ ফেরে না তো ঘরে
 আমাদের কেউ কেউ কমলার স্বামী
 

Audio Features

Song Details

Duration
03:17
Key
2
Tempo
126 BPM

Share

More Songs by Cactus

Similar Songs