Phire Chayoa

1 views

Lyrics

ফিরে যাওয়ার, ফিরে চাওয়ার সময়
 তবু হারাবার, হেরে যাওয়া নয়
 ♪
 ফিরে যাওয়ার, ফিরে চাওয়ার সময়
 তবু হারাবার, হেরে যাওয়ার নয়
 তবু থাকে অভিমান, তবু ডাকে পিছুটান
 শুধু ভাঙনের গান সঞ্চয়ে
 ♪
 অসময়ে অবক্ষয় গ্লানি
 বিভেদের ক্ষণ বড়ো উন্মন জানি
 অসময়ে অবক্ষয় গ্লানি
 বিভেদের ক্ষণ বড়ো উন্মন জানি
 ছায়াযুদ্ধে পরাজয়, আর নই কোনো দোটানায়
 ভালো থাকার অভিনয় অভিমানী
 তোর কাঁধে মাথা রাখি
 তোর সাথে কথা বাকি
 যদি কিছু থাকে ফাঁকি, পস্তাতে চাই
 তুই আকাশ, তুই মাটি
 হৃদয়ের কবিতা ঘাঁটি
 চল, একসাথে পথ হাঁটি, রাস্তাতে যাই
 ♪
 যদি তোকে যেতে না দিই
 তোর পথ আগলিয়ে কাঁদি
 শত অনুনয়ে সাধি
 তোর কাটবে কি সংশয়?
 যদি তোকে যেতে না দিই
 বলি বিশ্বাসের অপরাধী
 যদি হই উগ্র প্রতিবাদী
 তোর কাটবে কি সংশয়?
 ♪
 (তোর কাঁধে মাথা রাখি)
 (তোর সাথে কথা বাকি)
 (যদি কিছু থাকে ফাঁকি)
 (তুই আকাশ, তুই মাটি)
 (হৃদয়ের কবিতা ঘাঁটি)
 (চল একসাথে পথ হাঁটি)
 (তোর কাঁধে মাথা রাখি)
 (তোর সাথে কথা বাকি)
 (যদি কিছু থাকে ফাঁকি)
 (তুই আকাশ, তুই মাটি)
 (হৃদয়ের কবিতা ঘাঁটি)
 (চল একসাথে পথ হাঁটি)
 (তোর কাঁধে মাথা রাখি)
 (তোর সাথে কথা বাকি)
 (যদি কিছু থাকে ফাঁকি)
 

Audio Features

Song Details

Duration
05:31
Key
9
Tempo
136 BPM

Share

More Songs by Cactus

Similar Songs