Ki Kore Bhule Thakbo Toke (From "Tumi Ashbe Bole")

2 views

Lyrics

কী করে ভুলে থাকবো তোকে?
 লিখেছি তোর নাম এ বুকে
 এ মনে আঁকা স্বপ্নগুলো
 সাজাবি কবে ওই দু'চোখে?
 দিন কাটে সেই আশাতে
 রাত যে নামে
 রাত জাগে মন জোনাকী
 তোরই প্রেমে
 রাত জাগে মন জোনাকী
 তোরই প্রেমে
 ♪
 তোর হাসি দেখে আমি
 সুখে বানভাসি
 ভালোবাসি বুঝেও কেন
 তুই যে উদাসী
 তোকে ছাড়া একা লাগে
 এই মনপাড়া
 দিশেহারা পথে আমায়
 দেবে কে সাহারা?
 কী করে ভুলে থাকব তোকে
 লিখেছি তোর নাম এ বুকে
 এ মনে আঁকা স্বপ্নগুলো
 সাজাবি কবে ওই দুচোখে?
 দিন কাটে সেই আশাতে
 রাত যে নামে
 রাত জাগে মন জোনাকী
 তোরই প্রেমে
 রাত জাগে মন জোনাকী
 তোরই প্রেমে
 

Audio Features

Song Details

Duration
03:01
Key
4
Tempo
117 BPM

Share

More Songs by Jeet Gannguli

Albums by Jeet Gannguli

Similar Songs