Ekla Akash (Female)

1 views

Lyrics

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
 শুধু তোমায় ভালোবেসে
 আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
 শুধু তোমায় ভালোবেসে
 তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে
 ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে
 আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
 শুধু তোমায় ভালোবেসে
 ♪
 আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
 আমি চাইতাম, পেতে চাইতাম
 শুধু তোমার টেলিফোন
 ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর
 রোদ গাইতো, আমি ভাবতাম
 তুমি কোথায় কতদূর
 আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
 শুধু তোমায় ভালোবেসে
 আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে
 শুধু তোমায় ভালোবেসে
 ♪
 অলস মেঘলা মন
 আমার আবছা ঘরের কোণ
 চেয়ে রইতো, ছুঁতে চাইতো
 তুমি আসবে আর কখন
 শ্রান্ত ঘুঘুর ডাক
 ধূলো মাখা বইয়ের তাক
 যেন বলছে, বলে চলছে
 থাক অপেক্ষাতেই থাক
 আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
 শুধু তোমায় ভালোবেসে
 আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
 শুধু তোমায় ভালোবেসে
 

Audio Features

Song Details

Duration
03:48
Key
7
Tempo
112 BPM

Share

More Songs by Shreya Ghoshal

Albums by Shreya Ghoshal

Similar Songs