Oi Kaalo Meghe Raat Bristi
1
views
Lyrics
ওই কালো মেঘে রাত, বৃষ্টি অঝোরে এই মন ভিজে যায় সাথিহীন শরীরে ওই কালো মেঘে রাত, বৃষ্টি অঝোরে এই মন ভিজে যায় সাথিহীন শরীরে ওই কালো মেঘে রাত, বৃষ্টি অঝোরে ♪ ভাসে চাঁদ, ভাসে মেঘ ভাসে চোখ ক্ষণিকে পাতারা উড়ে যায় ধরা যেদিকে ভেজা রাত ভেসে যায় ভেজা রাত ভেসে যায় সাগরে, পাহাড়ে ওই কালো মেঘে রাত, বৃষ্টি অঝোরে ♪ ডুবে যায় চেনা মুখ চেনা সুর গহীনে যেন কার আসার শব্দ গগনে একাকী ভীরু মন একাকী ভীরু মন মিশে একা নয়নে ওই কালো মেঘে রাত, বৃষ্টি অঝোরে এই মন ভিজে যায় সাথিহীন শরীরে ওই কালো মেঘে রাত, বৃষ্টি অঝোরে
Audio Features
Song Details
- Duration
- 03:19
- Key
- 6
- Tempo
- 87 BPM