Sukho Hin Nishi Din
3
views
Lyrics
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে সতত হায় ভাবনা শত শত সতত হায় ভাবনা শত শত সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে ♪ জানো না রে অধ-ঊর্ধ্বে জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয় তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে সতত হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে
Audio Features
Song Details
- Duration
- 03:21
- Key
- 1
- Tempo
- 100 BPM