Ahare Mon

2 views

Lyrics

আমরা যারা এই চেহারা
 হন্যে হয়ে রোজ পাহারা
 তাও শুকিয়ে যায় ফোয়ারা
 প্রেম পালিয়ে যায়
 আলোর দড়ি জড়ায় তাকে
 এমনিতে সে একলা থাকে
 আজ কে জানে কিসের ডাকে
 প্রেম পালিয়ে যায়
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 আহা রে মন, আহা রে মন
 আহারে মন, আহারে আহা
 ♪
 আমরা যারা রংতুলিতে, স্বপ্নভরা এই ঝুলিতে
 আমরা যারা রংতুলিতে, স্বপ্নভরা এই ঝুলিতে
 মরবো ভাবি সেই গুলিতে সে যদি তাকায়
 আমরা যারা এই চেহারা, খেলছি তবু রোজ গোহারা
 হারছি হেরে সর্বহারা প্রেম পালিয়ে যায়
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 ♪
 যেই camera দিচ্ছো খালি pose
 ছদ্মবেশে ঘুরছি আমি রোজ
 পদ্মপাতা জল, কাঁপছে টলমল
 এই বুঝি সে আমার নিলো খোঁজ
 যেই camera দিচ্ছো খালি pose
 ছদ্মবেশে ঘুরছি আমি রোজ
 পদ্মপাতা জল, কাঁপছে টলমল
 এই বুঝি সে আমার নিলো খোঁজ
 আমরা যারা এই চেহারা
 হন্যে হয়ে রোজ পাহারা
 তাও শুকিয়ে যায় ফোয়ারা
 প্রেম পালিয়ে যায়
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 আহা রে মন, আহা রে মন
 আহা রে মন, আহা রে আহা
 

Audio Features

Song Details

Duration
04:00
Key
4
Tempo
100 BPM

Share

More Songs by Anupam Roy

Albums by Anupam Roy

Similar Songs