Bone Jodi Phutlo Kusum

4 views

Lyrics

বনে যদি ফুটল কুসুম
 নেই কেন সেই পাখি, নেই কেন
 নেই কেন সেই পাখি
 কোন সুদূরের আকাশ হতে আনবো...
 আনবো তারে ডাকি
 নেই কেন সেই পাখি, নেই কেন
 নেই কেন সেই পাখি
 ♪
 হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
 পাতায় পাতায় নাচন লাগে গো
 হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
 পাতায় পাতায় নাচন লাগে গো
 এমন মধুর গানের বেলায় সেই...
 সেই শুধু রয় বাকি
 নেই কেন সেই পাখি, নেই কেন
 নেই কেন সেই পাখি
 ♪
 উদাস-করা, হৃদয়-হরা
 না জানি কোন ডাকে
 সাগর-পারের বনের ধারে
 কে ভুলালো তাকে
 আমার হেথায় ফাগুন বৃথায়
 বারে বারে ডাকে যে তায় গো
 আমার হেথায় ফাগুন বৃথায়
 বারে বারে ডাকে যে তায় গো
 এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন...
 কেন সে দেয় ফাঁকি
 নেই কেন সেই পাখি, নেই কেন...
 নেই কেন সেই পাখি
 বনে যদি ফুটল কুসুম
 নেই কেন সেই পাখি, নেই কেন...
 নেই কেন সেই পাখি
 
 বনে যদি ফুটল কুসুম
 নেই কেন সেই পাখি, নেই কেন
 নেই কেন সেই পাখি
 কোন সুদূরের আকাশ হতে আনবো...
 আনবো তারে ডাকি
 নেই কেন সেই পাখি, নেই কেন
 নেই কেন সেই পাখি
 ♪
 হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
 পাতায় পাতায় নাচন লাগে গো
 হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
 পাতায় পাতায় নাচন লাগে গো
 এমন মধুর গানের বেলায় সেই...
 সেই শুধু রয় বাকি
 নেই কেন সেই পাখি, নেই কেন
 নেই কেন সেই পাখি
 ♪
 উদাস-করা, হৃদয়-হরা
 না জানি কোন ডাকে
 সাগর-পারের বনের ধারে
 কে ভুলালো তাকে
 আমার হেথায় ফাগুন বৃথায়
 বারে বারে ডাকে যে তায় গো
 আমার হেথায় ফাগুন বৃথায়
 বারে বারে ডাকে যে তায় গো
 এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন...
 কেন সে দেয় ফাঁকি
 নেই কেন সেই পাখি, নেই কেন...
 নেই কেন সেই পাখি
 বনে যদি ফুটল কুসুম
 নেই কেন সেই পাখি, নেই কেন...
 নেই কেন সেই পাখি
 

Audio Features

Song Details

Duration
04:02
Key
2
Tempo
203 BPM

Share

More Songs by Anupam Roy

Albums by Anupam Roy

Similar Songs