Brishti Theme Gele

3 views

Lyrics

কালো মেঘে ঢেকেছে আকাশ
 এলো শ্রাবণের মাস
 এলোমেলো হাওয়া বয়ে যায়
 সন্ধ্যে নামে সারা শরীরে
 যেন স্মৃতিরা আসে ঘিরে
 কারো কথা মনে পড়ে যায়
 আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন step-এ
 রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
 সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে
 যাও তুমি আবার আমায় ভাসিয়ে
 তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
 আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও
 এই কবিতা-পাগল মনে মন রেখে যাও
 যদি চলে যেতে চাও চলে যেও
 বৃষ্টি থেমে গেলে
 হো, বৃষ্টি থেমে গেলে
 হে, বৃষ্টি থেমে গেলে
 ♪
 (দাও না ভাসিয়ে)
 মাটি ভেজা ভেজা সুরে তাই
 দুঃখী মানুষের পাড়ায়
 ভালোবাসা বয়ে নিয়ে যায়
 সবুজ আরও ঘন হতে চায়
 কারো চোখের পাতায়
 আনমনা করে চলে যায়
 আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন step-এ
 রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
 সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে
 যাও তুমি আবার, আমায় ভাসিয়ে
 তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
 আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও
 এই কবিতা-পাগল মনে মন রেখে যাও
 যদি চলে যেতে চাও চলে যেও
 বৃষ্টি থেমে গেলে
 হুম, বৃষ্টি থেমে গেলে
 হে, বৃষ্টি থেমে গেলে, হে
 ♪
 (দাও না ভাসিয়ে)
 
 কালো মেঘে ঢেকেছে আকাশ
 এলো শ্রাবণের মাস
 এলোমেলো হাওয়া বয়ে যায়
 সন্ধ্যে নামে সারা শরীরে
 যেন স্মৃতিরা আসে ঘিরে
 কারো কথা মনে পড়ে যায়
 আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন step-এ
 রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
 সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে
 যাও তুমি আবার আমায় ভাসিয়ে
 তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
 আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও
 এই কবিতা-পাগল মনে মন রেখে যাও
 যদি চলে যেতে চাও চলে যেও
 বৃষ্টি থেমে গেলে
 হো, বৃষ্টি থেমে গেলে
 হে, বৃষ্টি থেমে গেলে
 ♪
 (দাও না ভাসিয়ে)
 মাটি ভেজা ভেজা সুরে তাই
 দুঃখী মানুষের পাড়ায়
 ভালোবাসা বয়ে নিয়ে যায়
 সবুজ আরও ঘন হতে চায়
 কারো চোখের পাতায়
 আনমনা করে চলে যায়
 আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন step-এ
 রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
 সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে
 যাও তুমি আবার, আমায় ভাসিয়ে
 তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
 আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও
 এই কবিতা-পাগল মনে মন রেখে যাও
 যদি চলে যেতে চাও চলে যেও
 বৃষ্টি থেমে গেলে
 হুম, বৃষ্টি থেমে গেলে
 হে, বৃষ্টি থেমে গেলে, হে
 ♪
 (দাও না ভাসিয়ে)
 

Audio Features

Song Details

Duration
03:47
Tempo
120 BPM

Share

More Songs by Anupam Roy

Albums by Anupam Roy

Similar Songs