Hariye Jawar Gaan

5 views

Lyrics

কিভাবে কত কি পুড়ে ছাই
 কখন কে জানে
 রাস্তার মোড়ে হাত নাড়ি
 বিদায় বাসের সারি
 বুকের ভেতর ভারী
 পাথরের ছোঁয়া টুকু পাই
 ♪
 কেন দিলি উপহারে ঋণ
 আমার যা আছে তা তো
 শূণ্য শূণ্য খালি
 চিন্তা খামখেয়ালি
 স্বরচিত ধূলোবালি
 মাখা কিছু অগোছালো দিন
 ♪
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 ♪
 আমিও হেরে গিয়েছিলাম
 যতবার ভাবি আমি
 হলুদের ভিড় ঠেলে
 ট্রাম লাইন নীচে ফেলে
 নীল-সাদা আলো জ্বেলে
 গুনে ফেলি কেতাবের দাম
 তোর কথা শোনা হয়ে যাক
 তুই হাত বাড়ালেই
 কবিতা আসবে প্রাণে
 পথ হারাবো তুফানে
 তোকেই খুঁজবো গানে
 আমি চাই, তুই ভালো থাক
 ♪
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 
 কিভাবে কত কি পুড়ে ছাই
 কখন কে জানে
 রাস্তার মোড়ে হাত নাড়ি
 বিদায় বাসের সারি
 বুকের ভেতর ভারী
 পাথরের ছোঁয়া টুকু পাই
 ♪
 কেন দিলি উপহারে ঋণ
 আমার যা আছে তা তো
 শূণ্য শূণ্য খালি
 চিন্তা খামখেয়ালি
 স্বরচিত ধূলোবালি
 মাখা কিছু অগোছালো দিন
 ♪
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 ♪
 আমিও হেরে গিয়েছিলাম
 যতবার ভাবি আমি
 হলুদের ভিড় ঠেলে
 ট্রাম লাইন নীচে ফেলে
 নীল-সাদা আলো জ্বেলে
 গুনে ফেলি কেতাবের দাম
 তোর কথা শোনা হয়ে যাক
 তুই হাত বাড়ালেই
 কবিতা আসবে প্রাণে
 পথ হারাবো তুফানে
 তোকেই খুঁজবো গানে
 আমি চাই, তুই ভালো থাক
 ♪
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 
 কিভাবে কত কি পুড়ে ছাই
 কখন কে জানে
 রাস্তার মোড়ে হাত নাড়ি
 বিদায় বাসের সারি
 বুকের ভেতর ভারী
 পাথরের ছোঁয়া টুকু পাই
 ♪
 কেন দিলি উপহারে ঋণ
 আমার যা আছে তা তো
 শূণ্য শূণ্য খালি
 চিন্তা খামখেয়ালি
 স্বরচিত ধূলোবালি
 মাখা কিছু অগোছালো দিন
 ♪
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 ♪
 আমিও হেরে গিয়েছিলাম
 যতবার ভাবি আমি
 হলুদের ভিড় ঠেলে
 ট্রাম লাইন নীচে ফেলে
 নীল-সাদা আলো জ্বেলে
 গুনে ফেলি কেতাবের দাম
 তোর কথা শোনা হয়ে যাক
 তুই হাত বাড়ালেই
 কবিতা আসবে প্রাণে
 পথ হারাবো তুফানে
 তোকেই খুঁজবো গানে
 আমি চাই, তুই ভালো থাক
 ♪
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 আজ তবে থাক থাক
 অনুভূতি পিষে যাক
 চোখ বুজে মাথা রাখ
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 তোকে দিই হারিয়ে যাওয়ার গান
 

Audio Features

Song Details

Duration
03:49
Key
9
Tempo
95 BPM

Share

More Songs by Anupam Roy

Albums by Anupam Roy

Similar Songs