Jaago Uma
4
views
Lyrics
ডেকে আনো ভোর আলো আসতে দাও ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাড়াও জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো, জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো, জাগো উমা জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো, জাগো উমা ♪ আর দেরি নয় আর অস্ত্র তুলে নাও থেমে যাওয়ার আগে একবার বাঁচতে চাও জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো, জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো, জাগো উমা জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো, জাগো উমা ♪ শিরায় শিরায় কেউ লাগাম ছাড়া ছুটছে বুঝতে পারছো কি? ওই সীমানায় যজ্ঞের আগুন জ্বলছে দেখতে পাচ্ছো কি? সূর্য মুঠোয় যে ভরেছে ভাগ্য নিজের সে গড়েছে পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে আজ নাহয় ভুলছি ভয় এই লড়াই জিতবো নিশ্চয় জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো, জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো, জাগো উমা জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো, জাগো উমা জাগো, জাগো উমা জাগো, জাগো উমা ডেকে আনো ভোর আলো আসতে দাও ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাড়াও জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো, জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো, জাগো উমা জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো, জাগো উমা ♪ আর দেরি নয় আর অস্ত্র তুলে নাও থেমে যাওয়ার আগে একবার বাঁচতে চাও জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো, জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো, জাগো উমা জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো, জাগো উমা ♪ শিরায় শিরায় কেউ লাগাম ছাড়া ছুটছে বুঝতে পারছো কি? ওই সীমানায় যজ্ঞের আগুন জ্বলছে দেখতে পাচ্ছো কি? সূর্য মুঠোয় যে ভরেছে ভাগ্য নিজের সে গড়েছে পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে আজ নাহয় ভুলছি ভয় এই লড়াই জিতবো নিশ্চয় জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো, জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো, জাগো উমা জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো, জাগো উমা জাগো, জাগো উমা জাগো, জাগো উমা
Audio Features
Song Details
- Duration
- 05:17
- Key
- 2
- Tempo
- 167 BPM