Katakuti Khela (Acoustic Version)

5 views

Lyrics

তোর কথা খুব আসছে কানে
 আস্তে কথা বল
 বেশ তো ছিলি অন্য দেশে
 মাতলি কেন জল?
 তোর কথা খুব আসছে কানে
 আস্তে কথা বল
 বেশ তো ছিলি অন্য দেশে
 মাতলি কেন জল?
 তোর হাসি খুব পড়ছে মনে
 হাসলি কেন বল?
 হাসির দমক লাগছে গায়ে
 আমার চোখেও জল
 আমি তোর উত্তরের আশায়
 ঘরময় রঙ মাখিয়ে যাই
 তুই সময় পেলে আমার কথাও ভাব
 তুই খালি আমার এ বইখাতায়
 আবারও ভুল করে কাটাকুটি খেলায়
 তোর কিছু বানানো নাম ধরে
 আমিও ভুল করে ডেকে ফেলি তোকে
 এক-পা, দু'-পা ট্রামের মতো
 চোখের কাছে আয়
 উড়িয়ে দেওয়ার আগেই আমি
 আবার হোঁচট খাই
 ভোররাতে তোর জানলা ভেঙে
 শব্দ চলাচল
 বালির ঘড়ি মুখ ফেরালে
 আমার কথা বল
 আমি তোর খুব সহজ বুকে
 আমার এই হাত পুড়িয়েছি
 তুই সময় পেলে আমার কথাও ভাব
 তুই খালি আমার এ বইখাতায়
 আবারও ভুল করে কাটাকুটি খেলায়
 তোর কিছু বানানো নাম ধরে
 আমিও ভুল করে ডেকে ফেলি তোকে
 তুই খালি আমার এ বইখাতায়
 আবারও ভুল করে কাটাকুটি খেলায়
 তোর কিছু বানানো নাম ধরে
 আমিও ভুল করে ডেকে ফেলি তোকে
 তোর কথা খুব আসছে কানে
 আস্তে কথা বল
 বেশ তো ছিলি অন্য দেশে
 মাতলি কেন জল?
 তোর কথা খুব আসছে কানে
 আস্তে কথা বল
 বেশ তো ছিলি অন্য দেশে
 মাতলি কেন জল?
 তোর হাসি খুব পড়ছে মনে
 হাসলি কেন বল?
 হাসির দমক লাগছে গায়ে
 আমার চোখেও জল
 আমি তোর উত্তরের আশায়
 ঘরময় রঙ মাখিয়ে যাই
 তুই সময় পেলে আমার কথাও ভাব
 তুই খালি আমার এ বইখাতায়
 আবারও ভুল করে কাটাকুটি খেলায়
 তোর কিছু বানানো নাম ধরে
 আমিও ভুল করে ডেকে ফেলি তোকে
 এক-পা, দু'-পা ট্রামের মতো
 চোখের কাছে আয়
 উড়িয়ে দেওয়ার আগেই আমি
 আবার হোঁচট খাই
 ভোররাতে তোর জানলা ভেঙে
 শব্দ চলাচল
 বালির ঘড়ি মুখ ফেরালে
 আমার কথা বল
 আমি তোর খুব সহজ বুকে
 আমার এই হাত পুড়িয়েছি
 তুই সময় পেলে আমার কথাও ভাব
 তুই খালি আমার এ বইখাতায়
 আবারও ভুল করে কাটাকুটি খেলায়
 তোর কিছু বানানো নাম ধরে
 আমিও ভুল করে ডেকে ফেলি তোকে
 তুই খালি আমার এ বইখাতায়
 আবারও ভুল করে কাটাকুটি খেলায়
 তোর কিছু বানানো নাম ধরে
 আমিও ভুল করে ডেকে ফেলি তোকে

Audio Features

Song Details

Duration
04:23
Tempo
160 BPM

Share

More Songs by Anupam Roy

Albums by Anupam Roy

Similar Songs