Tui Ki Kore Dili

3 views

Lyrics

আমার চোখে চোখ রাখ তুই
 আমার কথা গুলো
 তোর হয়ে যেতে পারে
 দুর্ঘটনা ঘটতে দে
 আঙুল গুনে ফেলা
 মনে পড়ে যেতে পারে
 আমার চোখে চোখ রাখ তুই
 আমার কথা গুলো
 তোর হয়ে যেতে পারে
 দুর্ঘটনা ঘটতে দে
 আঙুল গুনে ফেলা
 মনে পড়ে যেতে পারে
 বাড়ি ফিরে, বাড়ি ফিরে
 কি ভালো লাগে
 নিচু হাসি, পাশাপাশি
 কি ভালো লাগে
 তোর কথা তেই ঘুরছি রোদে
 চান খাওয়া নেই চুল গুলোতে
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 নীরবতায় বাড়ছে রাত
 কিসের অভিমানে
 আমায় ছেড়ে যেতে পারে
 কানের কাছে রাখেছি হাত
 পেটের কথা গুলো
 ঠোঁটে আনা যেতে পারে
 ক্রমাগত, কথা মতো
 এড়িয়ে গেলি তুই
 বিষ মিশে, ফিসফিসে
 এড়িয়ে গেলি তুই
 তোর কথাতেই ঘুরছি রোদে
 চান খাওয়া নেই চুল গুলোতে
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 আমার চোখে চোখ রাখ তুই
 আমার কথা গুলো
 তোর হয়ে যেতে পারে
 দুর্ঘটনা ঘটতে দে
 আঙুল গুনে ফেলা
 মনে পড়ে যেতে পারে
 আমার চোখে চোখ রাখ তুই
 আমার কথা গুলো
 তোর হয়ে যেতে পারে
 দুর্ঘটনা ঘটতে দে
 আঙুল গুনে ফেলা
 মনে পড়ে যেতে পারে
 বাড়ি ফিরে, বাড়ি ফিরে
 কি ভালো লাগে
 নিচু হাসি, পাশাপাশি
 কি ভালো লাগে
 তোর কথা তেই ঘুরছি রোদে
 চান খাওয়া নেই চুল গুলোতে
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 নীরবতায় বাড়ছে রাত
 কিসের অভিমানে
 আমায় ছেড়ে যেতে পারে
 কানের কাছে রাখেছি হাত
 পেটের কথা গুলো
 ঠোঁটে আনা যেতে পারে
 ক্রমাগত, কথা মতো
 এড়িয়ে গেলি তুই
 বিষ মিশে, ফিসফিসে
 এড়িয়ে গেলি তুই
 তোর কথাতেই ঘুরছি রোদে
 চান খাওয়া নেই চুল গুলোতে
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা
 তুই, তুই কি করে দিলি?
 তুই এ কি করে দিলি রে?
 বলনা, বলনা, বলনা

Audio Features

Song Details

Duration
03:18
Key
10
Tempo
116 BPM

Share

More Songs by Anupam Roy

Albums by Anupam Roy

Similar Songs