Aaji E Ananda Sandhya

3 views

Lyrics

আজি এ আনন্দসন্ধ্যা
 সুন্দর বিকাশে, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 সুন্দর বিকাশে, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 ♪
 মন্দ পবনে আজি ভাসে আকাশে
 বিধুর ব্যাকুল
 মন্দ পবনে আজি ভাসে
 মন্দ পবনে আজি ভাসে আকাশে
 বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 সুন্দর বিকাশে, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 ♪
 মন্দ পবনে আজি ভাসে
 মন্দ পবনে আজি ভাসে আকাশে
 বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 সুন্দর বিকাশে, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 ♪
 স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
 কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা
 স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
 কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা
 প্রাণ মন মম ধীরে ধীরে
 প্রসাদরসে আসে ভরি
 প্রাণ মন মম ধীরে ধীরে
 প্রসাদরসে আসে ভরি
 দেহ পুলকিত উদার হরষে, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 সুন্দর বিকাশে, আহা
 আজি এ আনন্দসন্ধ্যা
 

Audio Features

Song Details

Duration
05:06
Key
3
Tempo
128 BPM

Share

More Songs by Dwijen Mukherjee

Similar Songs