Kato Ajanare Janaile
2
views
Lyrics
কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই ♪ পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই ♪ জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা, নাহি কোনো ডর তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা, নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই
Audio Features
Song Details
- Duration
- 05:47
- Key
- 9
- Tempo
- 116 BPM