Chaina Meye

1 views

Lyrics

চাই না মেয়ে তুমি অন্য কারো হও
 পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও
 চাই না মেয়ে তুমি অন্য কারো হও
 পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও
 তুমি তো আমার-ই, জানো না হো-ও-ওও
 এ হৃদয় তোমার-ই
 ও-হো-ওও
 তোমাকে ছাড়া আমি, বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক, তুমি শুধু আ-মার
 তোমাকে ছাড়া আমি, বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক, তুমি শুধু আ-মার
 (C'mon, yo yo)
 ♪
 হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার ওড়ে
 ভেঙ্গে যায় আমার-ই মন অভিমানী ঝড়ে
 হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার ওড়ে
 ভেঙ্গে যায় আমার-ই মন অভিমানী ঝড়ে
 তুমি তো আমার-ই, জানো না হো-ও-ওও
 এ হৃদয় তোমার-ই, ও-হো-ওও
 তোমাকে ছাড়া আমি,, বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক, তুমি শুধু আ-মার
 তোমাকে ছাড়া আমি, বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক, তুমি শুধু আ-মার
 ♪
 সুখেরই প্রদীপ জ্বলে মনের উঠন জুড়ে
 দু'চোখে বৃষ্টি নামে থাকো যদি দূরে
 সুখেরই প্রদীপ জ্বলে মনের উঠন জুড়ে
 দু'চোখে বৃষ্টি নামে থাকো যদি দূরে
 তুমি তো আমার-ই, জানো না হো-ও-ওও
 এ হৃদয় তোমার-ই, ও-হো-ওও
 তোমাকে ছাড়া আমি, বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক, তুমি শুধু আ-মার
 তোমাকে ছাড়া আমি, বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক, তুমি শুধু আ-মার
 চাই না, মেয়ে, তুমি, অন্য
 চাই না, মেয়ে, তুমি, অন্য কারো হও
 চাই না মেয়ে তুমি অন্য কারো হও
 পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও
 চাই না মেয়ে তুমি অন্য কারো হও
 পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও
 তুমি তো আমার-ই, জানো না হো-ও-ওও
 এ হৃদয় তোমার-ই, ও-হো-ওও
 তোমাকে ছাড়া আমি (ছাড়া আমি)
 বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক (জেনে যাক)
 তুমি শুধু আ-মার
 তোমাকে ছাড়া আমি (ছাড়া আমি)
 বুঝি না কোনো কিছু যে আর
 পৃথিবী জেনে যাক (জেনে যাক)
 তুমি শুধু আমার
 (শুধু আমার)
 

Audio Features

Song Details

Duration
04:44
Key
11
Tempo
96 BPM

Share

More Songs by Hridoy Khan

Similar Songs