Jodi Bhalo Na Lage
1
views
Lyrics
দিয়ো না মন যদি ভালো না লাগে তো দিয়ো না মন যদি ভালো না লাগে তো দিয়ো না মন শুধু দূরে যেতে কেন বলো অমন শুধু দূরে যেতে কেন বলো অমন দিয়ো না মন যদি ভালো না... ভালো না লাগে তো দিয়ো না মন যদি হৃদয়ে না মেলে ঠাঁই নয়নে মানা তো নাই যদি হৃদয়ে না মেলে ঠাঁই নয়নে মানা তো নাই যদি না দুয়ার খুলিতে চাও যদি না দুয়ার খুলিতে চাও খুলে রেখো বাতায়ন দিয়ো না মন যদি ভালো না... ভালো না লাগে তো দিয়ো না মন মেঘেতে যা কিছু আঁকিয়া যাক আকাশে, জানি আকাশে কখনো লাগে না দাগ মেঘেতে যা কিছু আঁকিয়া যাক আকাশে, জানি আকাশে কখনো লাগে না দাগ কুসুম না যদি পাই, পাই কুসুম না যদি পাই কাননে পাতা কুড়াই কুসুম না যদি পাই কাননে পাতা কুড়াই জাগরণে, তুমি জাগরণে যদি ধরা না দাও ভেঙো না ভীরু স্বপন দিয়ো না মন যদি ভালো না... ভালো না লাগে তো দিয়ো না মন যদি ভালো না লাগে তো দিয়ো না মন
Audio Features
Song Details
- Duration
- 02:43
- Key
- 11
- Tempo
- 75 BPM