Jodi Bhalo Na Lage

1 views

Lyrics

দিয়ো না মন
 যদি ভালো না লাগে তো দিয়ো না মন
 যদি ভালো না লাগে তো দিয়ো না মন
 শুধু দূরে যেতে কেন বলো অমন
 শুধু দূরে যেতে কেন বলো অমন
 দিয়ো না মন
 যদি ভালো না...
 ভালো না লাগে তো দিয়ো না মন
 যদি হৃদয়ে না মেলে ঠাঁই
 নয়নে মানা তো নাই
 যদি হৃদয়ে না মেলে ঠাঁই
 নয়নে মানা তো নাই
 যদি না দুয়ার খুলিতে চাও
 যদি না দুয়ার খুলিতে চাও
 খুলে রেখো বাতায়ন
 দিয়ো না মন
 যদি ভালো না...
 ভালো না লাগে তো দিয়ো না মন
 মেঘেতে যা কিছু আঁকিয়া যাক
 আকাশে, জানি আকাশে কখনো লাগে না দাগ
 মেঘেতে যা কিছু আঁকিয়া যাক
 আকাশে, জানি আকাশে কখনো লাগে না দাগ
 কুসুম না যদি পাই, পাই
 কুসুম না যদি পাই
 কাননে পাতা কুড়াই
 কুসুম না যদি পাই
 কাননে পাতা কুড়াই
 জাগরণে, তুমি জাগরণে যদি ধরা না দাও
 ভেঙো না ভীরু স্বপন
 দিয়ো না মন
 যদি ভালো না...
 ভালো না লাগে তো দিয়ো না মন
 যদি ভালো না লাগে তো দিয়ো না মন

Audio Features

Song Details

Duration
02:43
Key
11
Tempo
75 BPM

Share

More Songs by Kanan Devi

Similar Songs