Sei Bhalo, Sei Bhalo

3 views

Lyrics

সেই ভালো সেই ভালো
 আমারে নাহয় না জানো
 সেই ভালো সেই ভালো
 দূরে গিয়ে নয় দুঃখ দেবে
 কাছে কেন লাজে লাজানো
 সেই ভালো সেই ভালো
 আমারে নাহয় না জানো
 সেই ভালো সেই ভালো
 মোর বসন্তে লেগেছে তো সুর
 বেণুবনছায়া হয়েছে মধুর
 মোর বসন্তে লেগেছে তো সুর
 বেণুবনছায়া হয়েছে মধুর
 থাক-না এমনি গন্ধে-বিধুর
 মিলনকুঞ্জ সাজানো
 সেই ভালো সেই ভালো
 আমারে নাহয় না জানো
 সেই ভালো সেই ভালো
 গোপনে দেখেছি তোমার
 ব্যাকুল নয়নে ভাবের খেলা
 উতল আঁচল, এলোথেলো চুল
 দেখেছি ঝড়ের বেলা
 গোপনে দেখেছি তোমার
 তোমাতে আমাতে হয় নি যে কথা
 মর্মে আমার আছে সে বারতা
 তোমাতে আমাতে হয় নি যে কথা
 মর্মে আমার আছে সে বারতা
 না বলা বাণীর
 না বলা বাণীর নিয়ে আকুলতা
 আমার বাঁশিটি বাজানো
 সেই ভালো সেই ভালো
 আমারে নাহয় না জানো
 সেই ভালো সেই ভালো
 দূরে গিয়ে নয় দুঃখ দেবে
 কাছে কেন লাজে লাজানো
 সেই ভালো সেই ভালো
 আমারে নাহয় না জানো
 সেই ভালো সেই ভালো
 

Audio Features

Song Details

Duration
04:28
Tempo
82 BPM

Share

More Songs by Kavita Krishnamurthy

Similar Songs