Uru Uru Swapne

3 views

Lyrics

উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে, ফিরে চলে যায়
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়
 ♪
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে, ফিরে চলে যায়
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়
 কী আবেশে তারে বারে বারে
 দেখি তবু যেন মেটে না তৃষা
 সে যে পথ চলে বুকে ঝড় তুলে
 জেগে ওঠে ঘুমোনো আশা
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে, ফিরে চলে যায়
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়
 ♪
 শুধু চেয়ে চেয়ে চেয়ে চেয়ে দেখি, লিখি মনে মনে
 রূপকথা, রূপকথা
 লাগে স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন সবই, ভাবি বসে বসে
 তার কথা, তার কথা
 কেন মন তারে বারে বারে
 চায় কথা খোঁজে উতলা ভাষা
 সে যে পথ চলে বুকে ঝড় তুলে
 জেগে ওঠে ঘুমোনো আশা
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে, ফিরে চলে যায়
 উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়
 ♪
 মনে আশা আশা আশা আশা, চোখে নেশা নেশা নেশা
 বেড়ে যায়, বেড়ে যায়
 কাছে এসে এসে এসে এসে প্রেম দূরে দূরে দূরে
 উড়ে যায়, উড়ে যায়
 একা মন শুধু মরু ধু ধু
 বুকে চায় প্রেমেরই বরষা
 সে যে পথ চলে বুকে ঝড় তুলে
 জেগে ওঠে ঘুমোনো আশা
 

Audio Features

Song Details

Duration
03:46
Key
7
Tempo
109 BPM

Share

More Songs by Kunal Ganjawala

Albums by Kunal Ganjawala

Similar Songs