Chuup Chaap Thaaki
1
views
Lyrics
চুপচাপ থাকি (থাকি) আর দেখি তোর মিষ্টি হাসি (yeah) এত বেঈমানি (মানি) তবুও পাশে থাকতে রাজি (oh yeah, yeah) Yeah You treat me like I'm nothing But you mean the world to me অবহেলার মাঝে আমার প্রেম কমেনি রাগ করো তুমি যত তবুও তুমি মানো না মানো, I still love you, girl সবাই বলে, "কেন আছিস এই মেয়ের সাথে?" তারা বোঝে না ভালোবাসি কত যে আর তুই প্রেম খুঁজিস অন্যের মাঝে, মাঝে তোর সব ভুল ভুলে মিথ্যে প্রেমে হারিয়ে যাই তাই, I'ma die, I'ma die, girl চুপচাপ থাকি (থাকি) আর দেখি তোর মিষ্টি হাসি (yeah) এত বেঈমানি (মানি) তবুও পাশে থাকতে রাজি (oh yeah, yeah) Yeah ♪ খুব কি ভালো লাগে তার কোলে মাথা রেখে কোনো হোটেল রুমে ভুলে আমার কথা আমার ভালোবাসা দিস কেন আশা হয়ে তুই নেশা প্রেম করেছি স্বার্থ ভেবে না, তোর অভিনয়ে অভিমান করি না তুই খুশি থাক, এটাই সান্ত্বনা, না, না তোর সব ভুল ভুলে মিথ্যে প্রেমে হারিয়ে যাই তাই, I'ma die, I'ma die, girl চুপচাপ থাকি (থাকি) আর দেখি তোর মিষ্টি হাসি (yeah) এত বেঈমানি (মানি) তবুও পাশে থাকতে রাজি (oh yeah, yeah) Yeah ♪ S-S-S-S-Sanjoy
Audio Features
Song Details
- Duration
- 03:41
- Key
- 7
- Tempo
- 170 BPM