What We Feed Off

1 views

Lyrics

নীল আকাশের নিচে ঘাসের বিছানাতে
 শুয়ে শুয়ে আকাশ দেখার স্বপ্নটা মাথায় ঘোরে
 তাই দেখবোনা আলো, নেই আঁধারের মাঝে
 হঠাৎ করেই স্বপ্ন ভাঙে অশ্লীল অট্টহাসে
 চারিদিকে আধার ...অশ্লীল কালো
 জাপটে ধরে পিছন থেকে আমায়... স্বপ্নগুলো আজ চূর্ন
 বিচূর্ণ
 দেহের পচনটা ছড়ায় আজ মগজে
 ইদানিং অন্ধকার অনেক ভালো লাগে
 গীটার হাতে যুদ্ধে যাবার স্বপ্নটাকে
 হারিয়ে অসীম যন্ত্রণা চুম্বন করে
 চারিদিকে আধার ...অশ্লীল কালো
 জাপটে ধরে পিছন থেকে আমায়... স্বপ্নগুলো আজ চূর্ন
 বিচূর্ণ
 যাক মুছে যাক স্বপ্ন আমার ঐ দূর আকাশে
 যাক ভুলে যাক মানুষগুলো আমায় ছুড়ে ফেলে দিয়ে
 আমিতো আর খুলবো না চোখ সূর্য উঠলে পরে
 সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
 পুরোনো সব স্বপ্ন হারায় আজ অন্ধকারে
 নতুন দিনের মিছিলে আজ ফাটল ধরে
 ত্রিমাত্রিক জগতে আধাঁরটাই যেন ধ্রুবক
 বিবর্তনে অসমাপ্ত আমার লেখা দুঃখ শোক
 চারিদিকে আধার ...অশ্লীল কালো
 জাপটে ধরে পিছন থেকে আমায়... স্বপ্নগুলো আজ চূর্ন
 বিচূর্ণ
 যাক মুছে যাক স্বপ্ন আমার ঐ দূর আকাশে
 যাক ভুলে যাক মানুষগুলো আমায় ছুড়ে ফেলে দিয়ে
 আমিতো আর খুলবো না চোখ সূর্য উঠলে পরে
 সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে

Audio Features

Song Details

Duration
04:37
Key
11
Tempo
96 BPM

Share

More Songs by Pile of Heads

Similar Songs