Uttorer Bhiray

4 views

Lyrics

আমার লাল-হলুদ চোখ
 দেখে গাঢ় নীল রঙের সকাল
 রাত্রি পেরিয়েছে তাই
 দুচোখে ঘুমপরীর মায়াজাল
 আমার লাল-হলুদ চোখ
 দেখে গাঢ় নীল রঙের সকাল
 রাত্রি পেরিয়েছে তাই
 দুচোখে ঘুমপরীর মায়াজাল
 জাল
 এখানে নেশায় দিন কেটে যায়
 ভাবতে বসে আজ এই অসময়
 হওয়াকে ভাসিয়ে দিক আমার আগুন
 জ্বলার আগেই নিভে যায়
 এই প্রাণ, এই গান থেকে মুক্ত হতে চায়
 হবে জয় নিশ্চয়, পাবো স্বাধীন এক পরিচয়
 শেষ কবে রামধনু এঁকেছি
 আলোর দিশা আঁধারেই খুঁজেছি
 প্রশ্নের টান শেষ হয়নি আজও
 অসংখ্য উত্তরের ভিড়ে
 হৃদয় করছে প্রতিবাদ
 নিজের সাথেই নিজের সংঘাত
 সত্যিটা আসলে কী?
 মিথ্যে জাগায় প্রতিরাত
 রাত
 এভাবে মানুষ হয়েছি তাই
 ওপার থেকেও দেখতে চাই
 ওপারে দাঁড়িয়ে থেকে এক প্রাণী
 লাল কাপড়ের হাতছানি
 দেয় প্রাণ, এই গান থেকে মুক্ত হতে চায়
 হবে জয় নিশ্চয়, পাবো স্বাধীন এক
 স্বাধীন এক পরিচয়
 শেষ কবে রামধনু এঁকেছি
 আলোর দিশা আঁধারেই খুঁজেছি
 প্রশ্নের টান শেষ হয়নি আজও
 অসংখ্য উত্তরের ভিড়ে
 ভিড়ে (অসংখ্য উত্তরের ভিড়ে)
 ♪
 শেষ কবে?
 আলোর দিশা
 শেষ কবে?
 আলোর দিশা
 শেষ কবে রামধনু এঁকেছি
 আলোর দিশা আঁধারেই খুঁজেছি
 প্রশ্নের টান শেষ হয়নি আজও
 অসংখ্য উত্তরের ভিড়ে
 

Audio Features

Song Details

Duration
04:59
Key
1
Tempo
110 BPM

Share

More Songs by Prachir

Similar Songs