Shudhu Tui
3
views
Lyrics
এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই ♪ এত রোদ্দুর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই মেঘলা হয়ে যাক আরও পাঁচটা ১২ মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই ♪ মন তোর অলিতে-গলিতে ঘোরে আর কুড়োয় অভিমান এই মন তোর আকাশে-বাতাসে খেলে গায় ঘুম পাড়ানোর গান মন তোর অলিতে-গলিতে ঘোরে আর কুড়োয় অভিমান এই মন তোর আকাশে-বাতাসে খেলে গায় ঘুম পাড়ানোর গান মেঘলা হয়ে যাক আরও পাঁচটা ১২ মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই ♪ দিন তোর আড়ালে-আবদারে কাটে কেন পালাস, আমায় বল এই রাত তোর আনাচে-কানাচে মরে দেখি ঘুরছে হাওয়ার কল দিন তোর আড়ালে-আবদারে কাটে কেন পালাস, আমায় বল এই রাত তোর আনাচে-কানাচে মরে দেখি ঘুরছে হাওয়ার কল ও, মেঘলা হয়ে যাক আরও পাঁচটা ১২ মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই, শুধু তুই আর চাইছি না কিছুই
Audio Features
Song Details
- Duration
- 04:28
- Key
- 6
- Tempo
- 88 BPM