Amar Bhitor O Bahire

1 views

Lyrics

ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 ♪
 ঢেকে রাখে যেমন কুসুম
 পাপড়ির আবডালে ফসলের ঘুম
 ঢেকে রাখে যেমন কুসুম
 পাপড়ির আবডালে ফসলের ঘুম
 তেমনি তোমার নিবিড় চলা
 তেমনি তোমার নিবিড় চলা
 মরমের মূল পথ ধরে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 ♪
 পুষে রাখে যেমন ঝিনুক
 খোলসের আবরণে মুক্তোর সুখ
 পুষে রাখে যেমন ঝিনুক
 খোলসের আবরণে মুক্তোর সুখ
 তেমনি তোমার গভীর ছোঁয়া
 তেমনি তোমার গভীর ছোঁয়া
 ভিতরের নীল বন্দরে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 ♪
 ভালো আছি, ভালো থেকো
 আকাশের ঠিকানায় চিঠি লিখো
 ভালো আছি, ভালো থেকো
 আকাশের ঠিকানায় চিঠি লিখো
 দিও তোমার মালাখানি
 দিও তোমার মালাখানি
 বাউলের এই মনটারে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি হৃদয় জুড়ে
 আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
 আছো তুমি-
 

Audio Features

Song Details

Duration
05:20
Key
4
Tempo
105 BPM

Share

More Songs by Somlata And The Aces

Albums by Somlata And The Aces

Similar Songs