Aguner Poroshmoni
3
views
Lyrics
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করো দহন-দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ♪ আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো-- নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ♪ আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো-- নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো-- ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করো এ জীবন পুণ্য করো দহন-দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
Audio Features
Song Details
- Duration
- 04:56
- Tempo
- 134 BPM