Chol Mini

3 views

Lyrics

চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখ রে
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 কোঁড় মারা যেমন তেমন বাকাতলা টান গো
 হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
 হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
 ♪
 এক পয়সার পুঁটিমাছ, কায়া গোলার তেল গো
 মিনির বাপে মাঙ্গে যদি আরোই দিব ঝোল গো
 মিনির বাপে মাঙ্গে যদি আরোই দিব ঝোল গো
 চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখ রে
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 ♪
 সরকার বলে কাম-কাম, বাবু বলে ধইরা আন
 সাহেব বলে লিব পিঠের চাম
 হে যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
 সাহেব বলে লিব পিঠের চাম
 হে যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
 চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখ রে
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
 

Audio Features

Song Details

Duration
04:12
Key
7
Tempo
137 BPM

Share

More Songs by Bhoomi

Albums by Bhoomi

Similar Songs