Kande Shudhu Mon

3 views

Lyrics

কান্দে শুধু মন কেন কান্দেরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 দখিনা বাতাসের তোড়ে
 খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
 তুরু তুরু রুরু তুরু তুরু রুরু
 দখিনা বাতাসের তোড়ে
 খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
 তুরু তুরু রুরু তুরু তুরু রুরু
 ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা
 ঝিলমিল নদীর কূলে আসিরে
 কান্দে তবু মন কেন কান্দেরে
 কান্দে তবু মন কেন কান্দেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 মাইনষের স্বপন
 ঘুনে ধরা বইঠা যেন
 দুমড়ায় মুচড়ায় যায়
 সব বন্ধুরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 দখিনা বাতাসের তোড়ে
 খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
 তুরু তুরু রুরু তুরু তুরু রুরু
 দখিনা বাতাসের তোড়ে
 খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
 তুরু তুরু রুরু তুরু তুরু রুরু
 ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা
 ঝিলমিল নদীর কূলে আসিরে
 কান্দে তবু মন কেন কান্দেরে
 কান্দে তবু মন কেন কান্দেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 মাইনষের স্বপন
 ঘুনে ধরা বইঠা যেন
 দুমড়ায় মুচড়ায় যায়
 সব বন্ধুরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 কান্দে শুধু মন কেন কান্দেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 যখন সোনালী রূপোলী আলো
 নদীর বুকে বাসা খোঁজেরে
 তিরি তিরি রাপ তেরারে রা রাপ
 তুরু রি রিরে রাপ
 তিরি তিরি রাপ তেরারে রা রাপ
 তুরু রি রিরে রাপ
 তিরি তিরি রাপ তেরারে রা রাপ
 তুরু রি রিরে রাপ
 তিরি তিরি রাপ তেরারে রা রাপ
 তুরু রি রিরে রাপ
 

Audio Features

Song Details

Duration
05:36
Key
9
Tempo
176 BPM

Share

More Songs by Bhoomi

Albums by Bhoomi

Similar Songs