Aro Ekber
6
views
Lyrics
এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দু'জনে যেন হয়ে গেছি আরও অচেনা ♪ এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দু'জনে যেন হয়ে গেছি আরও অচেনা স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে ♪ আরও একবার রাজি আমি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে আরও একবার রাজি আমি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে বেশি কথা থাক বোলো না ঠেকে শেখা গেছে ছলনা পরিবর্তন এল না তবু মনে স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে ♪ আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দু'জনে যেন হয়ে গেছি আরও অচেনা ♪ এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দু'জনে যেন হয়ে গেছি আরও অচেনা স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে ♪ আরও একবার রাজি আমি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে আরও একবার রাজি আমি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে বেশি কথা থাক বোলো না ঠেকে শেখা গেছে ছলনা পরিবর্তন এল না তবু মনে স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে ♪ আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দু'জনে যেন হয়ে গেছি আরও অচেনা ♪ এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দু'জনে যেন হয়ে গেছি আরও অচেনা স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে ♪ আরও একবার রাজি আমি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে আরও একবার রাজি আমি আমি রাজি ঝুঁকি নিতে তোর চোখে উঁকি দিতে সম্মোহনের আমন্ত্রণে বেশি কথা থাক বোলো না ঠেকে শেখা গেছে ছলনা পরিবর্তন এল না তবু মনে স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে ♪ আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে
Audio Features
Song Details
- Duration
- 06:44
- Key
- 3
- Tempo
- 137 BPM