Hasnuhana
4
views
Lyrics
ওহ মৌ তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে জানি না কার কী যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে আর ভেঙে পড়ে কান্নাতে উৎপাতে হয়ে দিশেহারা তার ভয়ে হই ঘরছাড়া দিই পলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনসান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে বলো ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা বলি শো-কজটা দিতে জমা এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না আরে! ফুটেছে হাসনুহানা তাকাও জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনসান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে
Audio Features
Song Details
- Duration
- 04:56
- Key
- 4
- Tempo
- 133 BPM