Bandhu He

1 views

Lyrics

ধর্মতলার আগা বাঁশতলা
 ভরদুপুরে অস্থির ব্যস্ততা
 ঠেলা মেরে ভিড় সরিয়ে
 নির্বোধ শিশু মুখ বাড়িয়ে
 খুঁজে ফেরে শুধু তোমাকে
 ক্ষুদে চোখের স্বপ্ন ডাকে
 ধোঁয়া ভাসে, সূর্য কাশে
 ফিরতে সে চায় শুধু তোমার পাশে
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 ক্রান্তিকে, শান্তিকে
 ♪
 কতো ঝলমলে jewelry
 ঠাস বুনোট এই সিন্দুকে
 কতো ঝলমলে jewelry
 ঠাস বুনোট এই সিন্দুকে
 রেখেছি গোপন footnote-এ
 প্রেমের এই গানটিকে
 ♪
 আঁধার প্রাতে সেই বিকৃত মৃতের
 চিৎকৃত স্বর কতবার শুনেছিল
 সে ঘুমে, আধঘুমে
 অজ্ঞানে, সজ্ঞানে
 আঁধার প্রাতে সেই বিকৃত মৃতের
 ♪
 ব্যর্থ আশ্বাস সব নাগপাশের
 ভাঙছে প্রাসাদ আজ সব তাসের
 আজকে ছুটি তোর অংক class-এর
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 ক্রান্তিকে, শান্তিকে
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 ক্রান্তিকে, শান্তিকে
 শান্তির শেষ প্রহরে
 বন্ধ ঘরের হিম কোঠরে
 রয়েছি বন্দি তোমার জন্যে
 খুঁজে তোমায় চার কোণে
 কতো random গোলাগুলি
 চলে উদ্দাম বন্দুকে
 কতো random গোলাগুলি
 চলে উদ্দাম বন্দুকে
 নেমেছি প্রেমের প্রান্তিকে
 শান্তিতে প্রাণ দিতে
 এ অযত্নে আহত হৃদয়টা তোর
 শিখেছি জাদু বদলে দেওয়ার
 ক্লান্ত তোর স্বর, শ্রান্ত তোর স্বর
 নিজেরই চাওয়ার সকল পাহাড়
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 ক্রান্তিকে, শান্তিকে
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 ক্রান্তিকে, শান্তিকে
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 ক্রান্তিকে, শান্তিকে
 বন্ধু হে
 বন্ধু হে, কোন সুখে
 খুঁজেছি তোমারই দু'চোখে
 

Audio Features

Song Details

Duration
07:11
Key
7
Tempo
170 BPM

Share

More Songs by Fossils

Albums by Fossils

Similar Songs