Stobdho Jibon

3 views

Lyrics

স্তব্ধ জীবন চাই না চাইছি
 মৃত্যুর যৌনতা
 চিৎকার যদি অভিঘাতে ভাঙে
 নির্বাক গৌণতা
 স্তব্ধ জীবন চাই না চাইছি
 মৃত্যুর যৌনতা
 চিৎকার যদি অভিঘাতে ভাঙে
 নির্বাক গৌণতা
 ভেঙে যাক তবে ভেঙেচুরে যাক
 (এই) অসহ্য মৌনতা
 ভেঙে যাক তবে ভেঙেচুরে যাক
 (এই) অসহ্য মৌনতা
 বাঁধি মিনমিনে সব সুরের বদলে
 একা অন্তঃপুরের বদলে
 যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
 I am sorry তোমাদের অসুবিধে হ'লে
 তবু সব অনুভূতি গেছে জ্বলে
 অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
 ♪
 গানে কেউ শুধু বিনোদন খোঁজে
 আমি খুঁড়ি যন্ত্রণা
 ফেলে ডাস্টবিনে যত উপদেশ
 (আর) স্তোকের আবর্জনা
 গানে কেউ শুধু বিনোদন খোঁজে
 আমি খুঁড়ি যন্ত্রণা
 ফেলে ডাস্টবিনে যত উপদেশ
 (আর) স্তোকের আবর্জনা
 শিকড়বিহীন মানুষকে তুমি রূপকথা শুনিয়ো না
 শিকড়বিহীন মানুষকে তুমি রূপকথা শুনিয়ো না
 তুমি টুং টাং শুনো আমার বদলে
 গালাগালি দিয়ো সহ্য না হ'লে
 তবু এ কণ্ঠ কিনে নিতে পারবে না
 তুমি ফিরে যাও কোনও জুরাসিক কালে
 খুন করে ফেলো আমায়, না হ'লে
 বেঁচে গেলে ফের পরাজিত হারবে না
 ♪
 বাঁধি মিনমিনে সব সুরের বদলে
 একা অন্তঃপুরের বদলে
 যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
 I am sorry তোমাদের অসুবিধে হ'লে
 তবু সব অনুভূতি গেছে জ্বলে
 অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
 আমি sorry তোমাদের অসুবিধে হ'লে
 তবু সব অনুভূতি গেছে জ্বলে
 অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না
 

Audio Features

Song Details

Duration
05:42
Key
5
Tempo
98 BPM

Share

More Songs by Fossils

Albums by Fossils

Similar Songs