Aami Raji
3
views
Lyrics
দুপুরের ফাঁকা রাস্তাতে কালো কাচে ঢাকা গাড়িতে আমি দেখেছি তোমাকে আঁকাবাঁকা পায়ে গলিতে এক মনে ফেরো বাড়িতে বেরোবে জানি সন্ধ্যে হলে দু' চাকায় চলে হাওয়ার বেগ আমার এই মনে জমছে মেঘ তার সাথে তুমি shopping mall অন্য দিকে দাঁড়ায় জল চলে যাও তুমি চুপিসারে সব প্রশ্নকে এড়িয়ে চলে যাও তুমি অভিসারে তবু আছ আমার মন জুড়ে জানি নাম বলো কী যে তোমার নাম এতো দূর ঘুরে যে এলাম জানি না, বলো কী যে তোমার নাম কতো দূরে যে হারিয়ে গেলাম ♪ তোমারই মুখ poster-এ কলেজের পথ বন্ধ যে বলো, কী লুকানো আছে ভেতরে সারাদিন আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি নির্দ্বিধায় যেন বাঁচবার আমার নেই উপায় High heel পরে next street Late-night show-এর টিকিট আমি দাঁড়িয়ে একটু দূরে অন্য কোন গানের সুরে গাইছি তাই অন্য গান Perfumer-এর গন্ধ ম্লান তোমার এলো চুলে কাটছে রাত বড়ো একা লাগছে হঠাৎ জানি না, বলো কী যে তোমার নাম এতো দূর ঘুরে যে এলাম জানি না, বলো কী যে তোমার নাম কতো দূরে যে হারিয়ে গেলাম ♪ দু' চাকায় চলে হাওয়ার বেগ আমার এই মনে জমছে মেঘ তার সাথে তুমি shopping mall অন্য দিকে দাঁড়ায় জল চলে যাও তুমি চুপিসারে সব প্রশ্ন কে এড়িয়ে চলে যাও তুমি অভিসারে তবু আছ আমার মন জুড়ে জানি না, বলো কী যে তোমার নাম এতো দূর ঘুরে যে এলাম জানি না, বলো কী যে তোমার নাম কতো দূরে যে হারিয়ে গেলাম জানি না... এতো দূর চলে যে এলাম জানি না... এতো দূরে যে হারিয়ে গেলাম
Audio Features
Song Details
- Duration
- 04:42
- Key
- 9
- Tempo
- 90 BPM