Jibon Chaichhe Aro Beshi
3
views
Lyrics
ঘুরে-ফিরে তাই একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু ঘুরে-ফিরে তাই একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু ♪ আলো-ঝলমলে সে সব রাত-দিনে আমি খুঁজে দেখেছি Canteen-এর কফি cup-এর আড্ডাতে সব কিছুই পেয়েছি লুকোচুরি প্রেম অলস বিরহে মুছে গেছে কতদিন সব কিছুই পেয়েছি এ জীবনে, আজ সব বেরঙিন মন ভরছে না আর তাতে ছেড়ে দাও আজ আমাকে একঘেয়েমি আড্ডাতে আছি নতুনের আশাতে ঘুরে-ফিরে তাই একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু ঘুরে-ফিরে তাই একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু ♪ আরও পেতে চাই এই হৃদয় বলে আশ মেটে নাতো কিছুতেই আমরাও আজ তোমাদের দলে ঘর ছেড়েছি যে সকলেই Top gear-এ তে ছুটছে যে গাড়ি Highway শুনছে rock and roll Back seat-এ হাসছে অনুভূতি ফিরে তাকালেই গণ্ডগোল যাঁতাকল টানে আমাদের কাঁটা ঘুরে চলে সময়ের ইতি নিঃশেষ এ জীবনের ভালোবাসা হয় ক্ষনিকের ও... তাই ঘুরে-ফিরে একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু ঘুরে-ফিরে তাই একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু ♪ তবু আশা বেঁধে বুকে কাছে ডাকছি তোমাকে দেখি রোদ্দুরের ফাঁকে ওরে এই দুর্বিপাকে বলে যাব আমি আজ সে কথা মন খুলে সব কিছু এই জীবনের উপরেও যে আছে আরও বেশি কিছু ঘুরে-ফিরে তাই একই কথা ডায়ে-বায়ে, আগে-পিছু জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু
Audio Features
Song Details
- Duration
- 05:10
- Key
- 11
- Tempo
- 134 BPM