E Bhara Badara
3
views
Lyrics
ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ভরা বাদর ♪ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ভরা বাদর ♪ ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি বরিখন্তিয়া কান্ত পাহুন, বিরহ দারুণ সঘনে খরশর হন্তিয়া কুলিশ শত শত, পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া ময়ূর নাচত ময়ূর নাচত ময়ূর নাচত মাতিয়া মত্ত দাদুরী ডাকে ডাহুকি ফাটি যাওত ছাতিয়া ♪ তিমির দিগ ভরি, ঘোর যামিনী অথির বিজুরিক পাঁতিয়া বিদ্যাপতি কহে কৈছে গোঙায়বি হরি বিনে দিন রাতিয়া ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ভরা বাদর
Audio Features
Song Details
- Duration
- 04:26
- Tempo
- 124 BPM