Asbe Se Din Fire
1
views
Lyrics
ও, আসবে সে দিন ফিরে সোনালি সে দিন ফিরে আসবে সে দিন ফিরে সোনালি সে দিন ফিরে কেটে যাবে আঁধারের দিন কালের চাকায় বারে বারে সুখ-দুঃখ আসে ফিরে কেটে যাবে আঁধারের দিন আর ভেবো না, হাল ছেড়ো না ফিরে পাবে ঠিকই সেই সোনা ভোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর ♪ আমরা তো আছি তোমার পাশে ভেবো না তুমি একা একতাই শক্তি, আমাদের বাহুবল তাই তো সাথী থাকা আজকের কষ্ট সেদিনের খুশি আনবে তা ঠিক ফিরিয়ে আর ভেবো না, হাল ছেড়ো না ফিরে পাবে ঠিকই সেই সোনা ভোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর ♪ মিলেমিশে সবাই, আমাদের স্বপ্ন এসো গড়ে তুলি আজকের কান্না সেদিকে তাকিয়ে জেনো আমরা ভুলি তোমার মুখে সেই হাসি ফোটাতে এই প্রাণ দিতে পারি আর ভেবো না, হাল ছেড়ো না ফিরে পাবে ঠিকই সেই সোনা ভোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর আসবে সে দিন ফিরে সোনালি সে দিন ফিরে কেটে যাবে আঁধারের দিন কালের চাকায় বারে বারে সুখ দুঃখ আসে ফিরে কেটে যাবে আঁধারের দিন আর ভেবো না, হাল ছেড়ো না ফিরে পাবে ঠিকই সেই সোনা ভোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর চাই মনেতে জোর
Audio Features
Song Details
- Duration
- 04:58
- Tempo
- 94 BPM