Tumi Robe Nirobe
3
views
Lyrics
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখবেদন মম সফল স্বপন মম দুঃখবেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে
Audio Features
Song Details
- Duration
- 04:38
- Key
- 10
- Tempo
- 130 BPM