Bhalobeshe Sakhi Nribhito Jotone

1 views

Lyrics

ভালবেসে, সখী, নিভৃতে যতনে
 আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
 ভালবেসে, সখী, নিভৃতে যতনে
 আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
 আমার পরাণে যে গান বাজিছে
 তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে
 ভালবেসে, সখী, নিভৃতে যতনে
 আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
 ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
 আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে
 মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
 আমার হাতের রাখী তোমার কনক কঙ্কণে
 ভালবেসে, সখী, নিভৃতে যতনে
 আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
 আমার লতার একটি মুকুল
 ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে
 আমার স্মরণ শুভ-সিন্দুরে
 একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে
 আমার মনের মোহের মাধুরী
 মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গ সৌরভে
 আমার আকুল জীবনমরণ
 টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে
 ভালবেসে, সখী, নিভৃতে যতনে
 আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে
 

Audio Features

Song Details

Duration
04:00
Key
11
Tempo
148 BPM

Share

More Songs by Shaan

Albums by Shaan

Similar Songs