Tomar Khola Haowa

3 views

Lyrics

তোমার খোলা হাওয়া
 লাগিয়ে পালে
 তোমার খোলা হাওয়া
 টুকরো করে কাছি
 আমি ডুবতে রাজি আছি
 আমি ডুবতে রাজি আছি
 তোমার খোলা হাওয়া
 লাগিয়ে পালে
 তোমার খোলা হাওয়া
 সকাল আমার গেল মিছে
 বিকেল যে যায় তারি পিছে গো
 সকাল আমার গেল মিছে
 বিকেল যে যায় তারি পিছে গো
 রেখো না আর
 বেঁধো না আর
 কূলের কাছাকাছি
 আমি ডুবতে রাজি আছি
 আমি ডুবতে রাজি আছি
 তোমার খোলা হাওয়া
 লাগিয়ে পালে
 তোমার খোলা হাওয়া
 মাঝির লাগি আছি জাগি
 সকল রাত্রিবেলা
 ঢেউগুলো যে আমায় নিয়ে
 করে কেবল খেলা
 মাঝির লাগি আছি জাগি
 সকল রাত্রিবেলা
 ঢেউগুলো যে আমায় নিয়ে
 করে কেবল খেলা
 ঝড়কে আমি করবো মিতে
 ডরবো না তার ভ্রূকুটিতে
 ঝড়কে আমি করবো মিতে
 ডরবো না তার ভ্রূকুটিতে
 দাও ছেড়ে দাও, ওগো
 আমি তুফান পেলে বাঁচি
 আমি ডুবতে রাজি আছি
 আমি ডুবতে রাজি আছি
 তোমার খোলা হাওয়া
 লাগিয়ে পালে
 তোমার খোলা হাওয়া
 

Audio Features

Song Details

Duration
03:56
Key
10
Tempo
116 BPM

Share

More Songs by Shaan

Albums by Shaan

Similar Songs