Praan Chaye Chhokkhu Na Chaye
2
views
Lyrics
প্রাণ চায় চক্ষু না চায় মরি একি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এ সজ্জা? প্রাণ চায় চক্ষু না চায় মরি একি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় ♪ মুখে নাহি নিঃস্বরে ভাষ দহে অন্তরে নির্বাক বহ্নি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্বী মুখে নাহি নিঃস্বরে ভাষ দহে অন্তরে নির্বাক বহ্নি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্বী মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কন্টকশয্যা মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কন্টকশয্যা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরি একি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এ সজ্জা? প্রাণ চায় চক্ষু না চায় মরি একি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায়
Audio Features
Song Details
- Duration
- 02:30
- Tempo
- 127 BPM