Aamader Chhade

3 views

Lyrics

আমাদের ছাদে কে বসে বসে কাঁদে
 দেখেছিলো ঘুঘু, আহা পড়ে গেছে ফাঁদে
 আমাদের ছাদে কে বসে বসে কাঁদে
 দেখেছিলো ঘুঘু, আহা পড়ে গেছে ফাঁদে
 তাই মেঘ লাগে চাঁদে আর গলা নামে খাদে
 আর কী কাণ্ড কী কাণ্ড মধুর প্রমাদে
 তার হাতিশালে হাতি, তার হ্যারিকেনে আলো
 তার দুঃখটি পাতি, তাই কবিতা বানালো
 আহা রাংতায় মোড়া সেই কবিতাপ্রয়াসী
 তার বাথরুমে হাসি পায় খেতে বসে কাশি
 তার ভালোবাসাবাসি যেন ধানক্ষেতে চাষি, যেন রাতশেষে ফাঁসি
 আর যে উপমা বাসি তবু আলোপ্রত্যাশী
 ♪
 আমাদের মাঠে কে হামাগুড়ি কাটে
 পোকাদের খোকা তার ঘিলু খুলে চাটে
 কোন্ দরদী বখাটে তাকে বেচে দেবে হাটে
 আর চেপেচুপে ছেপে দেবে পুরনো মলাটে
 তার রংচটা ঠোঁটে কিছু গালাগালি ফোটে
 তার ব্রন-ভরা গালে কেন আবির মাখালে?
 তার নখে লাল ছিটে, তার চোখে কালশিটে
 তার ভিটেমাটি চাটি হবে আগামী মিনিটে
 আহা তিনপেয়ে ঘোড়া সেই জোড়া-অভিলাষী
 তার দিনে সেবাদাসী চাই, রাতে ছোটোমাসী
 তার ভালবাসাবাসি যেন রোববারে খাসি, যেন দ্বিতীয় পলাশী
 আর ন্যালাখ্যাপা হাসি কিছু বিষাদবিলাসী
 ♪
 আমাদের মাঠে কে হামাগুড়ি কাটে
 পোকাদের খোকা তার ঘিলু খুলে চাটে
 তার হাতিশালে হাতি, তার হ্যারিকেনে আলো
 তার দুঃখটি পাতি, তাই কবিতা বানালো
 রংচটা ঠোঁটে গালাগালি ফোটে
 ব্রন-ভরা গালে আবির মাখালে
 নখে লাল ছিটে, চোখে কালশিটে
 ভিটেমাটি চাটি আগামী মিনিটে
 দরদী বখাটে বেচে দেবে হাটে
 মেঘ লাগে চাঁদে, গলা নামে খাদে
 রংচটা ঠোঁটে গালাগালি ফোটে
 ব্রন-ভরা গালে আবির মাখালে
 

Audio Features

Song Details

Duration
03:46
Key
10
Tempo
170 BPM

Share

More Songs by Chandrabindoo

Similar Songs