Muhurtora

3 views

Lyrics

ওইতো তোমার হাতের মুঠোয়
 চোখের পলক রাখা
 আলতো ফুঁয়ে দু'ঠোট ছুঁয়ে
 ইচ্ছে মেলে পাখা
 ওইতো সুখের অবাধ্য মন
 কাঁপছিলো অকারণ
 একই আদর মাহ ভাদর
 একই তো উচ্চারণ
 এক মুহূর্ত যায়
 এক মুহূর্ত হাসে
 অন্য ছল অনর্গল
 অন্য গল্পের ঘাসে
 মন ভাঙে মন যেমন
 ঘটে সচরাচর
 তোমার মুখে আমার ছায়ায়
 ভুল প্রতিশ্রুতির আঁচড়
 কে থমকে দাঁড়ায়
 পুরোনো পাড়ায়
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 ওইতো তোমার ঘাসের বিকেল
 দুলছে ঝুলন সাঁঝে
 নরম চোখে ছুঁড়ছে ধুলো
 প্রেমিক তিরন্দাজে
 এক মুহূর্ত যায়
 এক মুহূর্ত হাসে
 অন্য ছল অনর্গল
 অন্য গল্পের ঘাসে
 মন ভাঙে মন যেমন
 ঘটে সচরাচর
 তোমার মুখে আমার ছায়ায়
 ভুল প্রতিশ্রুতির আঁচড়
 কে থমকে দাঁড়ায়
 পুরোনো পাড়ায়
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 ♪
 মিঠে পাতার পিঠে আঙুল
 সিটে রুমালও লাজুক
 গালচে ছাতায় লালচে চিবুক
 কালচে চুমুতে সাজুক
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 সেই তো তুমি কাঁদছো আবার
 সবাই যেমন কাঁদে
 এমন কষ্ট হয় না ছাপা
 স্থানীয় সংবাদে
 ওইতো আঘাত একলাটি ছাদ
 নিষ্কালো সমঝোতা
 পাতায় পাতায় উল্টানো রঙ
 অমর চিত্রকথা
 এক মুহূর্ত যায়
 এক মুহূর্ত হাসে
 অন্য ছল অনর্গল
 অন্য গল্পের ঘাসে
 মন ভাঙে মন যেমন
 ঘটে সচরাচর
 তোমার মুখে আমার ছায়ায়
 ভুল প্রতিশ্রুতির আঁচড়
 কে থমকে দাঁড়ায়
 পুরোনো পাড়ায়
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী
 মুহূর্ত, আমি তোমাকেও কিছু চিনি
 

Audio Features

Song Details

Duration
06:33
Tempo
73 BPM

Share

More Songs by Chandrabindoo

Similar Songs