Amra Bangali Jaati

3 views

Lyrics

আরে কিছু, কিছু বস্তু আছে
 আহা কিছু, কিছু বস্তু আছে শুরুতেই শেষ
 যেমন শেহবাগ batting শুরু করলে
 আরে bowler-রা বোনলেস
 কিছু, কিছু বস্তু আছে শেষে যার শুরু
 আহা শেষে যার শুরু
 আহা last scene এ স্লো মোশনে
 ঢিসুম ঝাড়ে গুরু (ঢিসুম, ঢিসুম, ঢিসুম)
 আর কিছু, কিছু বস্তু আছে শুরু শেষের বাইরে
 যেমন বাঙ্গালিদের গুনের সাগর কুলকিনারা নাইরে
 আহা একদা এই বং এর মাথায় রাজার মুকুট বসতো
 এখন, হাতে থাকে নোংরা file পাতে আলুপোস্ত
 বল, আমরা বাঙ্গালি জাতি
 আমরা বাঙ্গালি জাতি পাড়ায় খেলি পিট্টু
 আর রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু
 আমরা বাঙ্গালি জাতি পাড়ায় খেলি পিট্টু
 রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু
 আমরা চক্ষু বুজে পৈতে গুঁজে সত্যনারাণ সিন্নি
 আর মোবাইলে ঝিঙ্কু ছবি আড়াল হলে গিন্নি
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 না, না বাঙ্গালির নামে হবেনা কোন আবেল তোবেল
 কারণ প্যান্টুল হলদে হলেও
 ও বাবা আমার প্যান্টুল হলদে তো কি রবীন্দ্রনাথ নোবেল
 বাঙ্গালির নামে হবে না কোন আবেল তোবেল
 আমার প্যান্টুল হলদে তো কি রবীন্দ্রনাথ নোবেল
 আরে এক নোবেলেই একশো বছর তাও গিয়েছে চুরি
 আর এখন সৌরভ এসে গেছে double যে century
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 আরে কিছু, কিছু বস্তু আছে
 আহা কিছু, কিছু বস্তু আছে মধ্যভাগে মজা (আহা, মধ্যিখানে মজা)
 যেমন দাম্পত্যের মাঝামাঝি অন্য জিভেগজা
 যেমন বাঙ্গালিদের মধ্যিখানে ছোট্ট একটি ভুঁড়ি
 অ্যালার্ম দিয়ে উঠে তাতে লাগাবে সুড়সুড়ি
 বলো (আমরা বাঙ্গালি জাতি)
 আমরা পাঞ্জাবিদের পাইয়া বলি, মাড়োয়ারি মাওড়া
 আর non-comunal দেওয়াল লিখি
 এদিকে non-comunal দেওয়াল লিখি
 ক্যালকাটা to হাওড়া
 পাঞ্জাবিদের পাইয়া বলি, মাড়োয়ারি মাওড়া
 Non-comunal দেওয়াল লিখি "ক্যালকাটা to হাওড়া"
 আরে জন্ম থেকেই সেন্টু খেয়ে শহীদ শহীদ ভঙ্গি
 এই গুলির আগে সারেন্ডার আর প্রেমের আগে লেঙ্গি
 বল (জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন)
 (জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন)
 আমাদের বগল ভরা struggle আছে ছাগল ভরা মাংস
 তবু চাড্ডি পরে শোধ করে যাই লোনেরি ভগ্নাংশ
 বগল ভরা struggle আছে ছাগল ভরা মাংস
 চাড্ডি পরে শোধ করে যাই লোনেরি ভগ্নাংশ
 একদিন অ্যামেরিকাও ধ্বংস হবে (বলে কি! বলে কি!?)
 অ্যামেরিকাও ধ্বংস হবে বিলেত যাবে ঝুলে
 শুধু জয় বাঙ্গালি থাকবে টিকে ভাতে ইসবগুলে
 বল (জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন)
 জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয়, জয়, জয়, জয়, জয় বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 বঙ্গ-বঙ্গ-বঙ্গ-বঙ্গ-বঙ্গ-বঙ্গ, বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয় বঙ্গা জয়, জয় বঙ্গা জয় ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয় বঙ্গা জয়, জয় বঙ্গা জয় ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন
 জয়, জয়, জয়, বঙ্গা ন্যাকাইঢঙা হাতে হ্যারিকেন

Audio Features

Song Details

Duration
04:26
Key
2
Tempo
120 BPM

Share

More Songs by Chandrabindoo

Similar Songs