Ki Aar Korbo

3 views

Lyrics

আর হবো না তোমার পোষা পাখি
 নটেশাক মুড়ে ন্যাটামাছ ঢাকি
 আর হবো না তোমার পোষা পাখি
 নটেশাক মুড়ে ন্যাটামাছ ঢাকি
 আমি ওই পাঠশালা গেছি ভুলে
 রাগ করো নাকো ওগো তুলতুলে
 তুমি দুই পাখি মারো এক ঢিলে
 আর আমি ডুবি সখাত সলিলে
 তুমি দুই পাখি মারো এক ঢিলে
 আর আমি ডুবি সখাত সলিলে
 ডুবে ডুবে জল খেয়ে থাকি
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 ♪
 আমি কলেজ কেটেছি তাড়াতাড়ি
 আমি পড়িমরি প্রাণপণ ছুটে
 আমি কলেজ কেটেছি তাড়াতাড়ি
 আমি পড়িমরি প্রাণপণ ছুটে
 তুমি দোতলায় নিংড়োলে শাড়ি
 ঘোলা জল দিলে আমারি মুকুটে
 আমি দু-তিনটে সিগারেট ফুঁকি
 তুমি দাও তাতেও বাগড়া
 আমি দু-তিনটে সিগারেট ফুঁকি
 তুমি দাও তাতেও বাগড়া
 তুমি কেন পিপু-পিসু খুকি
 আমি বটে হিজল তাগড়া
 আমি দেড় ব্যাটারির চাপা তেজে
 কিছু কবিতা-টবিতা লিখে হেঁজে
 আমি দেড় ব্যাটারির চাপা তেজে
 কিছু কবিতা-টবিতা লিখে হেঁজে
 আপাতত শবাসনে থাকি
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 ♪
 আমি ঘেঁটে-ঘুটে তুলি অমৃত
 তুমি চকলেট ভেবে রাখো fridge-এ
 আমি ঘেঁটে-ঘুটে তুলি অমৃত
 তুমি চকলেট ভেবে রাখো fridge-এ
 আমি দাগা খেলে heavy দুঃখিত
 টাকা চোট গেল তাগায় ও তাবিজে
 আর বিকেলে যাবো না স্কুল গেটে
 হাঁটবো না একা রেলব্রিজে
 আর কখনো যাবো না স্কুল গেটে
 হাঁটবো না একা রেলব্রিজে
 জলে ভাসিয়ে দিয়েছি চুল কেটে
 এই ন্যাড়া হবে VTv-র VJ
 তবু ভিজে-টিজে আগা-পাছতলা
 আমি অলিগলি চলি বেলতলা
 তবু ভিজে-টিজে আগা-পাছতলা
 আমি অলিগলি সেই বেলতলা
 তোমাকে আদর নামে ডাকি
 কী আর করবো বলো সখী
 যদি ও প্রেম-ট্রেম সবই বুজরুকি?
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 কী আর করবো বলো সখী?
 বুঝেছি প্রেম-ট্রেম সবই বুজরুকি
 

Audio Features

Song Details

Duration
04:02
Key
6
Tempo
80 BPM

Share

More Songs by Chandrabindoo

Similar Songs