Adda

3 views

Lyrics

টালিগঞ্জ স্টেশানের কাছে
 বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
 সারারাত ধরে হবে আড্ডা
 টালিগঞ্জ স্টেশানের কাছে
 বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
 সারারাত ধরে হবে আড্ডা
 ♪
 রাত জাগা সেই আড্ডা
 ♪
 রাত জাগা সেই আড্ডা
 শরীরের আনাচে কানাচে
 যে যেখানে যাকে ছুঁয়ে আছে আজ
 সারা রাত ধরে হবে আড্ডা
 ♪
 রাত জাগা সেই আড্ডা
 ♪
 রাত জাগা সেই আড্ডা
 ♪
 চেনা চেনা বাড়িগুলো
 ভেজা ভেজা চোখ মেলে
 সদর দরজা খোলে
 সাড়া দাও এই ছেলে
 ডাক পিছু ডাক
 চুন খসা কলঘরে
 বালতি উপছে পরে
 এখানে বৃষ্টি ঝরে
 আকাশের গায়ে পরে
 তোমার রাত পোশাক
 কার ইশারাতে
 এই ঝড় জল রাতে
 তুমি হাঁটো ফুটপাতে
 কার ইশারাতে
 এই ঝড় জল রাতে
 তুমি হাঁটো ফুটপাতে
 ♪
 ঝোড়ো হাওয়া সেই আড্ডা
 ♪
 ঝোড়ো হাওয়া সেই আড্ডা
 আলো কেউ জ্বালেনি সেখানে
 কে যে কার প্রেমিকা কে জানে আজ
 সারারাত ধরে হবে আড্ডা
 ♪
 ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা
 ♪
 ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা
 ♪
 নদীর গল্প কথা
 পাহাড়ী রাস্তা জুড়ে
 গিয়েছে বছর ঘুরে পুরোনো কালেন্ডারে
 মাস মধুমাস
 অফিস কাছারি বাড়ি
 সাইনবোর্ডের লেখা
 শহুরে ভরদুপুরে আসলে ভীষণ একা
 বাস টার্মিনাস
 পথ আঁকাবাঁকা
 যত দূর যায় দেখা
 শুধু মরীচিকা
 পথ আঁকাবাঁকা
 যত দূর যায় দেখা
 শুধু মরীচিকা
 ♪
 ফেলে আসা সেই আড্ডা
 ♪
 ভেঙ্গে যাওয়া সেই আড্ডা
 ভাঙ্গে ঘর যার নিশিডাকে
 শরীরে খুঁজবো বলে তাকে আজ
 সারা রাত ধরে হবে আড্ডা
 ♪
 খুঁজে খুঁজে ফিরি আড্ডা
 ♪
 খুঁজে খুঁজে ফিরি আড্ডা
 ♪
 খুঁজে খুঁজে ফিরি আড্ডা
 ♪
 খুঁজে খুঁজে ফিরি আড্ডা
 

Audio Features

Song Details

Duration
06:07
Key
9
Tempo
148 BPM

Share

More Songs by Chandrabindoo

Similar Songs