Mangal Graho
3
views
Lyrics
ऊँ, মঙ্গল গ্রহে মানুষ থাকে না গেরাম থাকে না পেটের ব্যারাম থাকে না এমনকি deconstruction থাকে না ऊँ, তাই মঙ্গল গ্রহে illusion নেই Pollution নেই প্রবলেম আছে, solution নেই Evolution নেই, revolution নেই ♪ যারে যা মঙ্গলে যা যারে যা মঙ্গলে যা যা যা যা মঙ্গলে যা যারে যা মঙ্গলে যা সেখানে SMS-এ চুটকি নেই Dating উটকি নেই কাছাখোলা হেংলামি নেই আর hang করে গেলে আমি নেই যারে যা মঙ্গলে যা যারে যা মঙ্গলে যা সেখানে পাঁচফোড়নের ঝাঁঝ নেই জামা খোলা মহারাজ নেই ১১ই সেপ্টে' নেই আর বিপাশা'র left-take নেই যারে যা মঙ্গলে যা যারে যা মঙ্গলে যা ♪ কোন ছেলেটি ধেড়ে শিশু (মঙ্গল হোক, তার মঙ্গল হোক) কোন প্রতিভা পিপুফিশু (মঙ্গল হোক, তার মঙ্গল হোক) কোন আতেলের নেই jeans-এর pant (মঙ্গল হোক, তার মঙ্গল হোক) কুষ্ট রোগী খুলছে hydrant (মঙ্গল হোক, তার মঙ্গল হোক) অথবা hydrant গিয়েছিল ফেঁসে (মঙ্গল হোক, তার মঙ্গল হোক) শিব ঠাকুরের আপন দেশে (মঙ্গল হোক, তার মঙ্গল হোক) ♪ বাঙালি মানেই বাবুইহাটি (মঙ্গল হোক, মঙ্গল হোক) উন্নততর দাঁতের পাটি (মঙ্গল হোক, মঙ্গল হোক) Train vanish-এর magic কাঠি (মঙ্গল হোক) কাঠিবাজ সরকার একজন না তাই রাস্তায় নামলেন বিষকন্যা ऊँ, তাই মঙ্গল গ্রহে সভ্যতা নেই, ভব্যতা নেই শিল্প আছে, সমঝোতা নেই Pant-এর ভাঁজে চোতা নেই লাদেনের ক্ষমতা নেই যারে যা মঙ্গলে যা যারে যা মঙ্গলে যা যা যা যা মঙ্গলে যা যারে যা মঙ্গলে যা সেখানে জীবনমুখীর সুর নেই পাউরুটি ঝোলাগুঁড় নেই নেই nudist colony (আ্যহ!) নেই nudist colony (সেটা তো আগে বলো নি!) (যাব না, মঙ্গলে না) যারে যা মঙ্গলে যা (যাব না, মঙ্গলে না) যা যা মঙ্গলে যা না না মঙ্গলে না Please! যা যা মঙ্গলে যা (যাব না, মঙ্গলে না) হেই, যা যা মঙ্গলে যা
Audio Features
Song Details
- Duration
- 04:27
- Key
- 8
- Tempo
- 110 BPM